দেবীলাল মাহাত, পুরুলিয়া:
বিজ্ঞানের সঙ্গে সংস্কৃত জড়িয়ে রয়েছে ওতোপ্রোতোভাবে। নাসাতে শোনা যায় ওঁ কার ধ্বনি। এমনই সব চমকপ্রদ তথ্য উঠে এলো সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত
” জনকল্যাণে সংস্কৃত”শীর্ষক একদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে এই আলোচনাচক্র অনুষ্ঠিত হয় সেমিনার কক্ষে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ পবিত্র কুমার চক্রবর্তী। সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডঃ প্রতাপ চন্দ্র রায় জানান, “আদিম কাল থেকে মানব কল্যাণে সংস্কৃত সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক যুগে মানুষের মঙ্গল বা কল্যাণ কী ভাবে হতে পারে, মানব কল্যাণে সংস্কৃত সাহিত্যের কতটা ভূমিকা রয়েছে, তা ছাত্র ছাত্রীদের কাছে বিস্তৃত ভাবে তুলে ধরেন আলোচকরা। আলোচনায় উঠে আসে বিজ্ঞানের সাথে সংস্কৃত জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। নাসাতে শোনা যায় ঔঁ-কার শব্দ।”
এদিন আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ধানবাদ আই আই টি (আই এস এম) অধ্যাপিকা মৃণালিনী পান্ডে,পশ্চিমবঙ্গ রাজ্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অয়ন ভট্টাচার্য, সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ নচিকেতা বন্দ্যোপাধ্যায় , দর্শন বিষয়ের অধ্যাপক রাজকুমার মোদক, অর্থনীতি বিভাগের অধ্যাপক শুভাশীষ ভট্টাচার্য , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অমলেশ কুমার প্রধান , সংস্কৃত বিভাগের অধ্যাপক ডঃ সুদীপ চক্রবর্তী ,ডঃ মধুসূদন দাস, ডঃ শুভেন্দু মান্না সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, গবেষক, ছাত্র ছাত্রী বৃন্দ। অনলাইনে যুক্ত ছিলেন ইন্দোনেশিয়ার ডেনপশার স্টেট হিন্দু ইউনিভার্সিটির ডঃ আই কেটুট ডোন্ডার, ডঃ নি কোডেক সুপ্রি আর্য ধর্মা, রানী রাসমনি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ডঃ অমিয় কুমার পান্ডা। আলোচনা চক্রে উপস্থিত সংস্কৃত বিভাগের চতুর্থ সেমিষ্টারের ছাত্রী সুলেখা মন্ডল জানান, “এই আলোচনা চক্র থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। বিজ্ঞানের সাথেও সংস্কৃত গভীর ভাবে জড়িয়ে রয়েছে তা প্রথম এই আলোচনা চক্র থেকে জানতে পারলাম।”
Post Comment