নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
গাছ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। চাঞ্চল্য নিতুড়িয়া থানার বাসু ধাওরা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবিলাল মাঝি(৫৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। সারা রাত তাঁর খোঁজ মেলেনি। বুধবার সকালে গ্রামের অদূরে একটি গাছে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিতুড়িয়া থানার পুলিশ।
Post Comment