নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
একেবারে বিজ্ঞান মেনে সবজি চাষ নিয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির হলো পুরুলিয়ার নিতুড়িয়ায়। সোমবার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণ হলে ওই শিবির হয়। ওই ব্লকের ৩০ জন প্রগতিশীল কৃষকের সক্রিয় অংশগ্রহণে ওই শিবির এদিন আলাদাভাবে নজর কাড়ে। শিবিরে ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব, বিডিও প্রবীরকুমার সিনহা, রঘুনাথপুর মহকুমা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবমালা মুখোপাধ্যায়। তিনি বলেন, “কৃষকেরা নতুন নতুন প্রযুক্তি মাঠে প্রয়োগ করতে পারলে ভালো ফলন পাবেন। লাভের মুখ দেখবেন।” শিবিরে উদ্যান পালন দপ্তরের দুই আধিকারিক আধুনিকভাবে সবজি চাষ নিয়ে আলোচনা করেন। শিবিরে অংশ নেওয়া চাকলতাবাড়ির কৃষক আশীষ মন্ডল বলেন, ” এই শিবির থেকে আমরা উপকৃত হলাম । আগামী দিনে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আধুনিকভাবে সবজি চাষ করবো।”
Post Comment