insta logo
Loading ...
×

নগর কীর্তনে চাঁদড়া গ্রাম

নগর কীর্তনে চাঁদড়া গ্রাম

অমরেশ দত্ত, পুঞ্চা:

বাঙালি হরিনামের মাহাত্ম্য প্রথম উপলব্ধি করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে। সেই দেশীয় সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্য এখনও যেন মূর্ত হয়ে দেখা দেয় মানবাজার ১ নং ব্লকের চাঁদড়া গ্রামের হরিমন্দির প্রাঙ্গণে। হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন।পাশাপাশি সোমবার নগর কীর্তনে সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন শ’য়ে শ’য়ে মানুষজন। এই উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর-দূরান্ত থেকে সমাগম ঘটে অসংখ্য দর্শনার্থী,পুণ্যার্থী ও ভক্তদের।

Post Comment