insta logo
Loading ...

মোবাইল চুরি, পুরুলিয়ায় প্রৌঢ়কে পিটিয়ে খুন !

মোবাইল চুরি, পুরুলিয়ায় প্রৌঢ়কে পিটিয়ে খুন !

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

মোবাইল চুরিকে কেন্দ্র করে ঝামেলা। আর সেই ঝামেলার জেরে স্ত্রীর সামনেই রাস্তায় আটকে বেধড়ক পেটানো হলো এক প্রৌঢ়কে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর। মৃতদেহ পুরুলিয়া মফস্বল থানায় নিয়ে এসে বিক্ষোভ দেখাতে লাগলেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে থানা চত্বর। মৃতের নাম রামচন্দ্র মাহাতো (৪৯) । তাঁর বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার বোঙ্গাবাড়ি গ্রামে।

মৃতের স্ত্রী সুজাতা মাহাতো, পুত্র দেবদ্বীপ মাহাতো, বোন জ্যোৎস্না মাহাতো প্রমুখ জানান, দিন কয়েক আগে তাঁদের একটি মোবাইলের ফোন চুরি যায়। পরে তাঁরা জানতে পারেন গ্রামের এক যুবকের কাছে আছে ফোনটি৷ রামচন্দ্রবাবু তাঁকে ফোনটি দিতে বলেন। আর সেটিকে কেন্দ্র করে বচসা হয় গ্রামেরই সেই যুবকের সঙ্গে।

অভিযোগ, বৃহস্পতিবার অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের লোকজন রামচন্দ্র মাহাতোকে রাস্তায় পেয়ে বেদম মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা অন্যত্র স্থানান্তর করার পরামর্শ দেন। পরিবারের লোকজন রামচন্দ্র মাহাতোকে ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল মৃত্যু হয় রামচন্দ্রর। এরপর সোমবার দেহ ময়নাতদন্তের পর পুরুলিয়া মফস্বল থানার চত্বরে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার সহ গ্রামবাসীরা। অভিযুক্তদের ফাঁসির দাবী তুলেছেন তারা। সোমবার রাতেই পুরুলিয়া মফস্বল থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

Post Comment