নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
বাইকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার বাঘমুণ্ডি ঝালদা রাস্তায় বাঘমুণ্ডির কেষ্ট মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে একটি বাইক ধাক্কা মারলে ছিটকে পড়েন প্রৌঢ়া মনজুড়া বেসরা (৫৮)। তাঁর বাড়ি এই থানারই নিশ্চিন্তপুর গ্রামে। আহত হন বাইকের অপর আরোহী। উভয়কে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মনজুড়া বেসরাকে মৃত বলে ঘোষণা করেন। অপর জখম ব্যক্তিকে পুরুলিয়া রেফার করা হয় । বাইকটি আটক করেছে পুলিশ।
Post Comment