insta logo
Loading ...
×

শিশুদের সাবধান! বলছেন মনোবিদ

শিশুদের সাবধান! বলছেন মনোবিদ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

ম্যান এন্ড মাইন্ড সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে অটিজম সচেতনতা মাস। সম্প্রতি পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রে অটিজম সচেতনতা শিবির এর আয়োজন করা হলো।

উপস্থিত ছিলেন সংস্থার সাথে জড়িত বিশেষজ্ঞ মনোবিদ এবং চিকিৎসকেরা। এছাড়া উপস্থিত ছিলেন অটিস্টিক শিশু এবং অভিভাবক মিলিয়ে শতাধিক সাধারণ মানুষজনেরা।

সাধারণত বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতা, সময়ে কথা বলতে না পারা, পড়াশোনায় সমস্যা, ডাকলে সাথে সাথে সাড়া না দেওয়া, আঘাত সহ্য করার বেশি ক্ষমতা , এ সমস্তই ছিল আলোচনার প্রধান বিষয়।

মনোবিদ সৌমেন মন্ডল বলেন, ” অনেক সময় আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের গুরুত্ব কম দিই। ভাবি বড় হলে ঠিক হয়ে যাবে। এই ধরনের বাচ্চাদের দূরে সরিয়ে না রেখে যাতে আমরা তাঁদের চিহ্নিত করতে পারি সেজন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।” সংস্থার এইচ আর ম্যানেজার অর্পণ সরকার বলেন, “সঠিক সময়ে থেরাপির মধ্য দিয়ে এই শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারা যায়। তার জন্যই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।”

Post Comment