insta logo
Loading ...
×

দিদির দূত অ্যাপ রক্ষা করবে বাংলার ভোট!

দিদির দূত অ্যাপ রক্ষা করবে বাংলার ভোট!

অমরেশ দত্ত, মানবাজার:

অ্যাপের নাম দিদির দূত। সেই অ্যাপই নাকি এবার রক্ষা করবে বাংলার ভোট৷ অন্তত তেমন কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল রাজ্যের শাসকদল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি দেবাশীষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “বাংলার ভোট রক্ষা” কর্মসূচি উপর বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হল।

এ বিষয়ে মানবাজার ১নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ বলেন, “সারা পশ্চিমবাংলার ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢুকে আছে৷ মূলত ভুতুড়ে ভোটার খোঁজার লক্ষ্যে ও বাংলার ভোট রক্ষা কর্মসূচি বিষয়ক আজকের এই বিশেষ প্রশিক্ষণ শিবির।”

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ ১০ টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Post Comment