insta logo
Loading ...
×

শিকার নয়, উৎসব হোক, ছৌনাচে বার্তা ঝালদায়

শিকার নয়, উৎসব হোক, ছৌনাচে বার্তা ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

জঙ্গলমহলের জনপ্রিয় উৎসব শিকার উৎসব। ‌ আদিবাসী জনগোষ্ঠীর এই উৎসবে যাতে বন ও বন্যপ্রাণীর কোন ক্ষতি না হয় তার জন্য তৎপর বনবিভাগ। ‌তাই শিকার উৎসবের পূর্বে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা নিয়ে সচেতনতামূলক পদযাত্রা করে বনবিভাগ। প্রতিবছর বুদ্ধপূর্ণিমার দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব পালিত হয়। এবছর ১২ই মে বুদ্ধপূর্ণিমা।উৎসবের পূর্বে সচেতনতার বার্তা দিতে শনিবার ঝালদা শহরের কাছে মসিনা গ্রামে ঝালদা বনদপ্তরের পক্ষ থেকে পদযাত্রা করা হয়। সেই পদযাত্রায় সামিল করা হয়েছিল গ্রামেরই স্কুলের খুদে পড়ুয়াদের। ছৌ শিল্পীদের মাধ্যমে রঙিন প্রচারে ছিল অভিনবত্বের ছোঁয়া। পড়ুয়াদের হাতে ছিল প্ল্যাকার্ড। আর সেখানে ছিল বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বার্তা। জঙ্গলে আগুন না লাগানোর প্রচারেও জোর দেওয়া হয় এদিনের পদযাত্রায়। শিকার উৎসবের আগে বনদফতরের বার্তা একটাই, ‘শিকার নয় উৎসবে মাতুন’।

বনদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা সাও।

এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন ঝালদা বন দফতরের রেঞ্জ অফিসার অপূর্ব মহান্তি , সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের খুদে পড়ুয়া শিক্ষক-শিক্ষিকা ও বন দফতরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা।

Post Comment