নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
কংসাবতী নদী থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে পাচারের সময় একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল টামনা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে বড়াকডি গ্রামের অদূরে একশো সি এফ টি বালি বোঝাই ওই ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়। তবে চালক ও বাকিরা ঘটনাস্থল থেকে পিয়ে যায়। এই ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে টামনা থানার পুলিশ।
Post Comment