insta logo
Loading ...

নববর্ষের বিশেষ উপহার

নববর্ষের বিশেষ উপহার

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :

বঙ্গবাসীর আবেগ পয়লা বৈশাখ। নতুন জামা কাপড় পরে মন্দিরে পুজো দিয়ে হালখাতার সূচনা করছেন ব্যবসায়ীরা, আর বাড়ির মহিলারা মন্দিরে ভিড় করে পুজো দিলেন। পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতা ও মঙ্গলা চণ্ডীর পুজো দিতে ঝালদার ছুতার দুর্গা মন্দিরে মহিলা ও ব্যবসায়ীদের ভিড়। নববর্ষ যাতে ভালো কাটে সেই আশাতেই পুজো দিচ্ছেন বলে জানান আগত ব্রতী অনিতা কুইরি ও রনজয় কুইরি।

১৪৩২ বঙ্গাব্দের সূচনায় পয়লা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে পুরুলিয়ার মন্দিরগুলিতে লক্ষ্য করা গেল মানুষের ঢল। পুরুলিয়ার তেলকল পাড়া মা শ্মশান কালী এবং বজরঙ্গবলি মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘ লাইন দিয়ে পুজো দেন।

মানবাজারের বাসিন্দা হেনা মিশ্র বলেন,” পুরাতন জীর্ণ সবকিছুকে পিছনে ফেলে ফের নতুন বছরের সূচনা জুড়ে থাকে মিষ্টিমুখ, আড্ডা, নতুন জামা। ঈশ্বরের আরাধনার মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসবের। “

নববর্ষের আগমনে মেতে উঠেছে গোটা জঙ্গলমহল। আবেগে আপ্লুত আট থেকে আশি সকল বয়সী মানুষজন।

মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের অন্তর্গত নূন্যানী প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন খুদে পড়ুয়াদের নববর্ষের উপহার হিসেবে মে আই হেল্প ইউ গ্রুপের পক্ষ থেকে খাতা, কলম ও চকলেট প্রদান করা হল। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই মানবিক উদ্যোগ সারা বছর ধরে চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। মঙ্গলবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ডেমোনেস্ট্রেটর ডা. সুরজিৎ সিং হাঁসদা, জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মণ্ডল, সহকারী শিক্ষক সুদীপ্ত দাস সহ বিশিষ্টজনেরা।নববর্ষে উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা।

Post Comment