নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নববর্ষের পবিত্র লগ্নে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ৬ টি রেঞ্জ এলাকায় ২০০ টি বট ও অশ্বত্থ গাছের চারা রোপণ করে হয়। বন দফতরের বিভিন্ন কার্যালয় চত্বর ছাড়াও একাধিক গ্রামের পাশে সেগুলি লাগানো হয়। এদিন বেশ কিছু গ্রামবাসীদের হাত দিয়ে ওই চারা রোপণ করা হয়। পরে তাদের হাতে বন দফতরের তরফে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপশি জল সত্রের আয়োজন করল কংসাবতী উত্তর ও কংসাবতী দক্ষিণ বন বিভাগ। মঙ্গলবার কংসাবতী উত্তর বনবিভাগের পাঁচটি ও কংসাবতী দক্ষিণ বন বিভাগের ৬ টি রেঞ্জ এলাকায় পথচারীদের জল, ছোলা ভেজা, গুড় দেওয়া হয়। গ্রীষ্মের বেশ কয়েকদিন এই জল সত্র চলবে বলে জানা গিয়েছে।
Post Comment