insta logo
Loading ...

মোবাইল ছাড়াতে নতুন উদ্যোগ

মোবাইল ছাড়াতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:

‘মোবাইল ছাড়ো, মাঠে নামো’, এই বার্তা নিয়ে মাঠ পূজা অনুষ্ঠিত হল নিতুড়িয়ায়। মঙ্গলবার, নববর্ষ উপলক্ষ্যে শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি ও পারবেলিয়া সরস্বতী ক্লাবের পক্ষ থেকে পারবেলিয়া ই সি এল ফুটবল ময়দানে এই মাঠ পূজা হয়। ছেলে মেয়েদের মাঠমুখি করতে এদিন এলাকার ৫০টি দলকে ফুটবল ও ২টি দলকে ভলিবল দেওয়া হয়। শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শশীভূষণ প্রসাদ যাদব জানান, “১৯৯২ সাল থেকে মাঠ পূজা হয়ে আসছে। নববর্ষের দিন থেকে এই মাঠে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলা শুরু হয়। সারা বছর ধরে চলবে। এদিন মাঠ পূজোয় উপস্থিত ছিলেন ই সি এল এর ম্যানেজার সন্দীপ কুমার মাথা সহ এলাকার বিশিষ্ট জনেরা।

Post Comment