নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
জঙ্গলে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক কিশোরকে আটক করল পুলিশ। পাশাপশি বান্দোয়ান থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম জ্বলেশ্বর মান্ডি। বান্দোয়ান থানার আস্তাগোড়া গ্রামে তার বাড়ি। ওই গ্রাম থেকেই আটক করা হয়েছে আরেক কিশোরকে।
ধর্ষিতা বছর সতেরোর কিশোরী ভিন জেলার বাসিন্দা। বান্দোয়ান থানা এলাকায় একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে এসে দুজনের যৌন লালসার শিকার হতে হলো তাকে।
শনিবার বিকেলে গ্রামের অদূরে ঘুরতে বেরিয়েছিল সে। অভিযোগ, তাকে একা পেয়ে ওই দুজন পাশের জঙ্গলে নিয়ে যায় তাকে। দুজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। আত্মীয় বাড়ী ফিরে ঘটনার কথা জানায় কিশোরী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।
রবিবার রাতে গ্রেফতার করা হয় জলেশ্বরকে।
সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ২ দিনের পুলিশ হেফাজত হয়। অন্যদিকে এদিন আটক কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হলে তাকে হোমে পাঠানো হয়।
Post Comment