insta logo
Loading ...

স্বাধীনতা সংগ্রামীর মূর্তি উন্মোচন

স্বাধীনতা সংগ্রামীর মূর্তি উন্মোচন

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিল দেশের এই ভূখণ্ড। মানভূম, ধলভূম, বরাভূমের মাটি। চুয়াড় বিদ্রোহের রূপে জ্বলে উঠেছিল আগুন।

চুয়াড় বিদ্রোহের অমর সংগ্ৰামী রঘুনাথ সিং।‌ তাঁর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন ও হাদিবোঙ্গা সারহুল উৎসব অনুষ্ঠিত হল পুরুলিয়ার বরাবাজারে।পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ সমাজের বরাবাজার ব্লক কমিটির উদ্যোগে বরাবাজার ব্লকের ভাগাবাঁধ অঞ্চলের বাঁকাডি গ্রামে এই অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন রঘুনাথ সিং ভূমিজের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনের পাশাপাশি বাবা সাহেব আম্বেদকরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আদিবাসী নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ সিং গৌরবময় আন্দোলনের ইতিহাস তুলে ধরেন সকলের সামনে।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের বিডিও সমিত রঞ্জন মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শশধর মুদি, ওয়েস্ট বেঙ্গল ভূমিজ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় সিং সর্দার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Post Comment