insta logo
Loading ...
×

জামাইয়ের কুড়ুলের কোপে মৃত্যু পিসি শাশুড়ির

জামাইয়ের কুড়ুলের কোপে মৃত্যু পিসি শাশুড়ির

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ঝামেলা থামাতে গিয়ে জামাইয়ের কুড়ুলের কোপে মৃত্যু হল পিসি শাশুড়ির। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মানবাজার থানার গোপালনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চন্দনা সিং সর্দার (৬১)। কয়েক বছর আগে তার স্বামীর মৃত্যুর পর বর্তমানে নিহত মহিলা গোপালনগর গ্রামে বাপের বাড়িতেই থাকতেন। এই ঘটনায় মৃতার ভাই শম্ভু সিং সর্দারের অভিযোগের ভিত্তিতে গুণধর জামাইকে গ্রেফতার করেছে মানবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রদীপ্ত সিং সর্দার। তার বাড়ি টামনা থানার রামপুর গ্রামে। রবিবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে স্ত্রী,ছেলে-মেয়েকে নিয়ে গোপালনগর গ্রামে শ্বশুর বাড়িতে এসেছিলেন প্রদীপ্ত। শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে কুড়ুল নিয়ে স্ত্রীকে কোপাতে যান অভিযুক্ত। ওই সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ না থাকায় ঝামেলা থামাতে গিয়েছিলেন চন্দনা। ঘটনাস্থল থেকে ভাইজিকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো কারণে তিনি মাটিতে পড়ে যান। ঠিক সেই সময় রাগের কোপে তার কানের কাছে কুড়ুল দিয়ে আঘাত করে অভিযুক্ত। ঘটনার পর স্থানীয় মানুষ রক্তাক্ত জখম ওই মহিলাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতার ভাই-র অভিযোগের ভিত্তিতে শনিবার একটি খুনের মামলা রুজু হয়। তদন্তে নেমে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Post Comment