নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে রোগীকে মারধর। আধিকারিকের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম জিতু দে৷ বাড়ি কাশিপুর নামোপাড়ায়৷
কাশিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. প্রিয়দর্শী যশের অভিযোগ, কাশিপুরের কল্লোলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি কাশিপুর নামোপাড়ার বাসিন্দা পলাশ কর্মকারকে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের সামনেই জিতু দে মারধর করে। অভিযোগের ভিত্তিতে কাশিপুর থানার পুলিশ একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment