insta logo
Loading ...
×

মহাবীরের সোনার মূর্তি নিয়ে শহর পরিক্রমা

মহাবীরের সোনার মূর্তি নিয়ে শহর পরিক্রমা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর মহাবীরের সোনার মূর্তি নিয়ে পুরুলিয়া শহর পরিক্রমা করলেন জৈন ধর্মাবলম্বীরা।

জৈন ধর্মের মহান তীর্থভূমি বলে পরিচিত পুরুলিয়া। এই অঞ্চলেই এক সময় জৈন ধর্মের প্রচার ও প্রসার ঘটেছিলো। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল জৈন তীর্থঙ্করদের বাণী। জৈন ধর্মের অন্তিম অর্থাৎ ২৪ তম তীর্থঙ্কর মহাবীর এর ২৬২৪ তম জন্ম জয়ন্তী সাড়ম্বরে পালন করলেন পুরুলিয়ার জৈন ধর্মাবলম্বী মানুষজন। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত জৈন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা পুনরায় পৌছায় মন্দিরে। সেখানে পূজার্চনা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জৈন ধর্মাবলম্বী মানুষজনেরা । মনীশ কুমার জৈন জানান, “পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে যে সমস্ত জৈন তীর্থঙ্করদের মূর্তি রয়েছে সেগুলি সংরক্ষণের জন্য অনেক মন্দির নির্মাণ করা হয়েছে। আগামী দিনে আরও যত মূর্তি উদ্ধার হবে সেগুলি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”

Post Comment