নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বাড়িতে ঢুকে এক মহিলাকে করা হলো মারধর। এমন অভিযোগে তার প্রতিবেশী এক মহিলাকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃত মহিলার নাম নেপালি সেন। বরাবাজার থানার বেড়াদা গ্রামে তার বাড়ি।
বুধবার বরাবাজার থানায় অভিযোগ দায়ের করে বেড়াদা গ্রামের কানন সেন পুলিশকে জানান, বুধবার সকালে আচমকা নেপালি তার বাড়িতে ঢুকে তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে গোয়াল ঘর পর্যন্ত নিয়ে যায়।শরীরের একাধিক জায়গায় আঘাত পান তিনি। বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান তিনি। অভিযোগ ক্রমে নেপালি সেনকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃত মহিলাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment