নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আড়শা থানার ঝরিয়াডি কংসাবতী নদী ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় একটি ট্রাক্টরকে আটক করলো আড়শা থানার পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ওই ঘাটে আচমকা অভিযান চালায় পুলিশ । সেই সময় অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করছিল একটি ট্রাক্টর। পুলিশ বাহিনীকে দেখে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। আটক করা হয় ট্রাক্টরটিকে । পুলিশ জানিয়েছে চালক ও মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।










Post Comment