বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়ে এবার সরাসরি আন্দোলনে নামলেন যোগ্য শিক্ষকেরা। হতাশা থেকে ক্ষোভ। সেই চিত্রই উঠে আসছে সর্বত্র। যোগ্য শিক্ষকদের প্রতি ন্যায় বিচারের দাবিতে পুরুলিয়া জেলা শিক্ষাভবনে তালা ঝোলালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শিক্ষা ভবনের বাইরে। বুধবার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়া শহরের জেলা শিক্ষা দপ্তরের মাঠে জমায়েত হন। সেখান থেকে ব্যানার পোস্টার এবং ওএমআর সিট নিয়ে মিছিল করে শিক্ষা ভবনের মূল গেটের সামনে হাজির হন তাঁরা। শিক্ষা ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক।
এদিনের বিক্ষোভে স্লোগান ওঠে নিয়োগকর্তার অযোগ্যতার ফল কেন ভুগবেন যোগ্য শিক্ষকরা? আদালতের নির্দেশের পর কার্যত দিশাহারা হয়ে উঠেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। প্রত্যেকের মাথার উপরে রয়েছে একাধিক দায়িত্ব। তাই চাকরি হারিয়ে রীতিমতো অথৈ জলে পড়েছেন তারা। যারা যোগ্য তাদের পুনরায় চাকরিতে বহালের দাবি তুলে ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচি প্রদান করেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা।
শহরের চিত্তরঞ্জন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি মন্ডল বলেন, “যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদেরকে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। কোনভাবেই যেন তাদের বেতন বন্ধ না করা হয়।”
রঘুনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কৈলাস বাউরী বলেন, শিক্ষক সংগঠনের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তাঁরা ডিআই অফিসে এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন।
গাড়াফুসড় হাই স্কুলের শিক্ষক
শুভাশিস পান বলেন, ” এই চাকরির জন্য আমরা কোন পরীক্ষা দেব না। অন্য পরীক্ষার জন্য অবশ্যই দেবো। ভলেন্টারি সার্ভিসও দেব না। মুখ্যমন্ত্রী যে সব আশ্বাসবাণী দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবি এসএসসি ওএমআর মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য প্রার্থীদের তালিকা দিক সুপ্রিম কোর্টে। “
Post Comment