সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
কে নেই রাজবাড়িতে? শিক্ষক থেকে ব্যাঙ্ক কর্মী, ব্যবসায়ী থেকে এলাকার কর্মপ্রার্থী যুবক যুবতীরাও। উদ্দেশ্য একটাই। যোগব্যায়ামের সঠিক চর্চায় নিজের স্বাস্থ্য রক্ষা করা এবং রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া।
বরাবাজারের বরাভূম রাজবাড়িতে ইংরেজি মাসের সোমবার থেকে নিঃশুল্ক পাঁচ দিবসীয় যোগ বিজ্ঞান ও ধ্যান শিবির আরম্ভ হয়েছে। যোগাভ্যাস করাচ্ছেন পতঞ্জলি যোগপীঠ, হরিদ্বার থেকে আগত স্বামী রামদেবজির দুই প্রতিনিধি স্বামী কৌশল দেবজি ও স্বামী বিশ্বদেবজি।
শিবিরে আগত প্রাথমিক শিক্ষিকা অনুভা মণ্ডল বলেন, যোগ ব্যায়াম করে নয় বছর পর সন্তানের মা হয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর পরিবারের সকলেই যোগ ব্যায়াম করে সুস্থ রয়েছেন। বরাবাজার যোগাভ্যাস যুবা ভারত প্রভারী সতীনাথ বড়ালের কাছ থেকেই যোগ অনুশীলনী প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান তিনি।
হরিদ্বার থেকে আগত স্বামী রামদেবজির দুই প্রতিনিধি স্বামী কৌশল দেবজি ও স্বামী বিশ্বদেবজি বলেন, যোগব্যায়াম করাটা নেশা মুক্তির পথ। সুস্থতার জন্য শরীরচর্চার বিশেষ ভূমিকা রয়েছে। প্রত্যেকেরই ভোরবেলা যোগ ব্যায়াম করাটা প্রয়োজন। তাতে শরীর ভালো থাকবে। এমনকি মনও ভালো থাকবে। এই শিবিরে স্থানীয় মহিলা ও পুরুষ উভয়ের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভিড় ছিলো চোখে পড়ার মতো।
Post Comment