insta logo
Loading ...
×

গুলি, বোমায় পুরনো শত্রুতা

গুলি, বোমায় পুরনো শত্রুতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ছিলো পুরনো গ্রাম্য বিবাদ। আর তারই জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষের বোমা – গুলিতে রবিবার সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পুরুলিয়া মফস্বল থানার টাটাড়ি গ্রাম। সোমবার বিবদমান দুই পক্ষ টাটাড়ি গ্রামের বাসিন্দা সেখ কায়েম এবং সেখ সেনাউল্লার অভিযোগের ভিত্তিতে ৩৭ জনের নামে ও একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু করো পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে টাটাড়ি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি পৃথক গোষ্ঠীর বহু পুরোনো বিবাদ আছে। রবিবার রাতে এক পক্ষের বিয়ে বাড়ির অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম থেকে বিদ্যুৎ বিভ্রাট হয়। সেই নিয়ে তৈরি হয় নতুন বিবাদ। পরের দিন আরেকটি দুর্ঘটনা ঘটে ওই গ্রামে। তাতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। হয় বোমাবাজি। চলে গুলি। পাশাপশি দোকানে ,বাড়িতে লুঠপপাট চালানো হয়। ঘটনার পরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে পুলিশ পিকেট রয়েছে। অভিযুক্তদের পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Post Comment