নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
জঙ্গলে আগুন নেভানোর জন্য অযোধ্যা, বাঘমুন্ডি ও মাঠা রেঞ্জের বন কর্মী ও যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের হাতে হেলমেট, দস্তানা ও চশমা তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হেলমেট, এক জোড়া করে রাবার গ্লাভস এবং প্রতিরক্ষামূলক চশমা সহ ৫০টি অগ্নি সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার মনোজ মজুমদার, সরোজ কুমার মুদি এবং শাহনওয়াজ ফারুক আহমেদ সহ সংশ্লিষ্ট যৌথ ব রক্ষা কমিটির সদস্য এবং কর্মীরা। ছিলেন ব্যাবস্থাপক সাউথ এশিয়ান ফোরাম ফর এনভায়রনমেন্ট সংস্থার পক্ষে, রথীন্দ্র নাথ দাস, গৌরাঙ্গ মাহাতো, মৃত্যুঞ্জয় মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। অযোধ্যা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে সরঞ্জামগুলি প্রদান করা হয়।








Post Comment