insta logo
Loading ...
×

বাড়ির সামনে থেকে খোয়া গেল মোটরবাইক

বাড়ির সামনে থেকে খোয়া গেল মোটরবাইক

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

খোয়া গেল মোটরবাইক। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ গাড়ির মালিকের। পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা তথা মোটর বাইকটির মালিক কাজল কুমার মাহাতোর অভিযোগ , গত রবিবার সকালে তার বাড়ির বাইরে মোটর বাইকটি রাখা ছিল। পরে তিনি দেখেন ওই মোটর বাইকটি উধাও। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ওই মোটর বাইকটি চুরি করে নিয়ে পালিয়েছে। এভাবে বাড়ির সামনে থেকে মোটরবাইক চুরি হওয়ায় রীতিমতো মাথায় হাত পড়েছে তার। সদর থানার পুলিশ তদন্তে নেমেছে।

Post Comment