নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
হচ্ছিল বাচ্চাদের মধ্যে ঝামেলা। আর সেই ঝামেলাকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে চেলা কাঠ দিয়ে পেটালো কয়েকজন প্রতিবেশী। উঠল এমন অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে
পুরুলিয়ার বরাবাজার থানার লাগুডি গ্রামে। জখম মনি দাসের অভিযোগের ভিত্তিতে বরাবাজার থানার পুলিশ গ্রামেরই পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম বিপ্লব সহিস। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।










Post Comment