অমরেশ দত্ত, ঝালদা:
দেবী পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা। অন্নদা নামেও তিনি পরিচিতা। অর্থাত্ যিনি অন্নদাত্রী। শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান এই দেবী। অন্নপূর্ণা পুজোর সোমবার ছিল দশমী। ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল পুরুলিয়া জেলার ঝালদা মহকুমা শহরে।সুবর্ণ বণিক সমিতির উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে পুজো হয়ে আসছে। সোমবার দশমীর দিন পুণ্যার্থীর ঢল দেখা গেল ঝালদার অন্নপূর্ণা মন্দিরে।
Post Comment