insta logo
Loading ...

পাখির চোখে উড়ন্ত ক্যামেরায় রাম নবমীর নিরাপত্তা

পাখির চোখে উড়ন্ত ক্যামেরায় রাম নবমীর নিরাপত্তা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

রবিবার রামনবমী। আর পরের বৃহস্পতিবারই মহাবীর জয়ন্তী। বার হবে একের পর এক র‍্যালি।কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেভাগে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার পুলিশের বাইক র‍্যালির মধ্য দিয়ে সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখলেন খোদ পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

উৎসবের পূর্বেই পুরো পুরুলিয়া শহরকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। এছাড়া রামনবমী ও মহাবীর জয়ন্তীতে র‍্যালি চলাকালীন রাস্তায় নিরাপত্তার খাতিরে আকাশে উড়বে ড্রোন। উড়ন্ত ক্যামেরায় পাখির চোখে রাম নবমীর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাস্তায় মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনীও। রাস্তার দু’ধারে উঁচু বাড়িগুলো থেকে থাকবে পুলিশি নজরদারি।

নিরাপত্তার সামগ্রিক বিষয়গুলি একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামলেন স্বয়ং পুলিশ সুপার। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত হল মোটরসাইকেল রুট মার্চ। শুক্রবার শহরের গোশালা মোড় থেকে ওই রুট মার্চ ট্যাক্সি স্টান্ড, কসাই মহল্লা, পুরুলিয়া রেল স্টেশন, রথ তলা মোড় অর্থাৎ রাম নবমীর র‍্যালির সমস্ত নির্ধারিত রুট পরিদর্শন করে।

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে রাস্তাগুলো দিয়ে র‍্যালিগুলি যাবে সেগুলো ঘুরে দেখলাম। মহামান্য আদালতের যে নির্দেশ আছে তা যাতে সঠিক ভাবে প্রযুক্ত হয়, যাতে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই দিকে কড়া নজর রেখেছি আমরা৷ র‍্যালি সম্পন্ন হওয়া পর্যন্ত নিয়মিত পরিদর্শন চলবে। “

Post Comment