অমরেশ দত্ত, মানবাজার :
বসন্তেই জ্যৈষ্ঠের দাবদাহ। তীব্র গরমে ৬ দিন ধরে জলকষ্টে ভুগছেন মানবাজার মাঝপাড়ার বাসিন্দারা। বুধবার পানীয় জলের দাবিতে মানবাজার মাঝপাড়া হাটতলার সামনে পথ অবরোধে নামেন এলাকার মানুষজন। এছাড়াও এদিন পানীয় জলের দাবিতে মানবাজার মুসলিম পাড়াতে দেখা যায় বিক্ষোভ। বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। টানা এতগুলো দিন জল না পাওয়ায় ক্ষোভ উগরে দেয় এলাকাবাসীরা।

অপরদিকে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। টানা ৬ দিন জল কষ্টে ভোগার পর পানীয় জল পেতে চলেছেন মানবাজার ইন্দকুড়ির বাসিন্দারা। এই এলাকায় চলছে পাইপলাইন মেরামতির কাজ। সেই জন্যই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর জল পাচ্ছেন এলাকাবাসীরা।
মানবাজারের বিডিও দেবাশীষ ধর বলেন, “এই এলাকায় জলের সমস্যার অভিযোগ বেশ কয়েকদিন ধরে ব্লক অফিসে আসছে। সেইমতো তদন্ত করে জলের ব্যবস্থা করা হয়েছে। সরকারিভাবে জলকক্ট দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে। “








Post Comment