বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া :
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়া এম এস এ ইনডোর স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীবলোচন সরেন, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।

পুরুলিয়া শহরে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন,”রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে পৌছে দিতে সরকারি কর্মচারীদের বিশেষ ভুমিকা রয়েছে। আমরা রাজ্য সরকারের চোখ ও হাত। কারণ প্রতিটি এলাকায় আমরাই উপভোক্তাদের খোঁজ নিয়ে সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলি হাতে হাতে পৌঁছে দিই। আমাদের লক্ষ্য আগামী দিনে সেই প্রকল্পগুলি সচল রাখতে তৃণমুল কংগ্রেসের সরকারকে আরোও শক্তিশালী করা।”
মঙ্গলবার অনুষ্ঠানে পুরুলিয়া জেলার বিভিন্ন দপ্তরের স্থায়ী ও অস্থায়ী কর্মচারী যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
Post Comment