insta logo
Loading ...
×

রাইকার জঙ্গলে বাঘের করিডরে পথবাতি

রাইকার জঙ্গলে বাঘের করিডরে পথবাতি

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:


রয়্যাল বেঙ্গলের আনাগোনা শুরু হয়েছে জঙ্গলমহল পুরুলিয়ায়।‌ তাই জঙ্গল লাগোয়া গ্রামে সৌর পথবাতি বসালো বন দফতর। জিনাতের পর তার সঙ্গী বারেবারে আসা-যাওয়া করেছে কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ান ১ ও যমুনা রেঞ্জের রাইকা পাহাড় – জঙ্গল এলাকায়। একাধিকবার লোকালয় দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে তাকে। মিলেছে একাধিকবার পায়ের ছাপ। ‌ তাই এবার গ্রামবাসীদের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে বনদপ্তর। ‌বন দফতর সূত্রে জানা গিয়েছে , প্রায় ২ লাখ টাকার বেশি খরচ করে যমুনা রেঞ্জের কেশরা, বান্দোয়ান ১-র যমুনাগোড়া, কেন্দাপাড়া ও রাহামদা গ্রামে ওই চারটি পথবাতি বসানো হয়েছে।

এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, “রাইকা পাহাড়কে ঘিরে থাকা চারটি গ্রামে সৌর বিদ্যুৎ পথ বাতি বসানো হয়েছে। আরও কয়েকটি গ্রামে ওই বাতি বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। বনকর্মী ও যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের রাতে বাঘের নজরদারিতে যাতে প্রতিবন্ধকতা না হয় সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” কারণ ওই সমস্ত গ্রামে সন্ধ্যার পরেই রাত নামে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও রাতের বেলা গ্রামগুলি একেবারে অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ খুঁটিতেই আলোর ব্যবস্থা নেই। তাই যৌথ বন পরিচালন কমিটির উদ্যোগে ও বনদপ্তরের তৎপরতায় এই পথ বাতি বসানোর কাজ সম্পন্ন হয়েছে। বনদপ্তরের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পেরেছেন তারা।

Post Comment