নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
‘এক্সিডেন্টাল জোন’ হয়ে উঠেছে পুরুলিয়ার জঙ্গলমহল বান্দোয়ানের সিরিষগোড়া এলাকা। কয়েক দিন ধরে এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই রবিবার বান্দোয়ান থানার পুলিশ ও দিয়া এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-র প্রচার চালানো হয়। এই বিষয়ে একটি র্যালিতে স্কুল পড়ুয়া, পুরুষ, মহিলা, সিভিক ভলান্টিয়ার সহ পুলিশ আধিকারিকরা হাজির ছিলেন।

ওইদিন গ্রামের কালি মন্দির থেকে মিছিল শুরু হয়। গ্রামের একেবারে শেষ প্রান্তে শেষ হয় ওই র্যালি। কয়েকদিন আগে এই এলাকায় পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। আরেকটি দুর্ঘটনায় জখম হন এক মহিলাও। আগের একটি দুর্ঘটনাতেও এক যুবকের মৃত্যু হয়। এদিন মিছিল থেকে আওয়াজ ওঠে, রাস্তায় গাড়ি নিয়ে বার হলেই মাথায় হেলমেট দিতে হবে। মদ্যপান করে কোনভাবে গাড়ি চালানো যাবে না। গাড়িতে বসলেই সিট বেল্ট পড়তে হবে। ওই র্যালি শেষে স্কুল পড়ুয়ারা সচেতনতামূলক পথ নাটিকাও করে।
Post Comment