নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
লাঠি হাতে নয় এবার ব্যাট হাতে পুলিশ। দুই থানার মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে জয়ের মুকুট ছিনিয়ে নিল পুরুলিয়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টিম। চার উইকেটে তারা রঘুনাথপুর থানাকে হারিয়ে দিয়ে ছিনিয়ে নিল চ্যাম্পিয়নের শিরোপা। শুক্রবার বিকালে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে ছিল শহীদ স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তাতেই চ্যাম্পিয়ন পুরুলিয়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টিম।
ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। খেলোয়াড়দের পরিচিতি পর্বে অংশ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও মাঠে নামেন তিনি। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীম রাও।

এদিনের ফাইনাল খেলা ছিল ১৪ ওভারের। রঘুনাথপুর থানা টসে জিতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় খাড়া করেছিল। জবাবে ব্যাট করতে নেমে মারকাটারি ব্যাটিং। ছয় আর চারের বন্যায় প্রয়োজনীয় রান ১২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে দেয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পুরুলিয়া। এই ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন হেডকোয়ার্টার টিমের খেলোয়াড় প্রবীন সিং।

তিনি মাত্র ২৫ বলে ৬১ রান করার পাশাপাশি চার ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট পান। বেস্ট ফিল্ডারের পুরস্কারও পান তিনি। রঘুনাথপুর থানার কৌশিক মন্ডল হন ম্যান অফ দ্যা সিরিজ। তিনি মোট ১৯১ রান করার পাশাপাশি পাঁচটি ম্যাচে মোট ১২ টি উইকেট নেন।

টুর্নামেন্ট ঘিরে পুলিশ কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। গত ৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই টুর্নামেন্টে। জেলা পুলিশের মোট ২৭ টি দল অংশ নেয় এই খেলায়। পুলিশ কর্মী সহ আধিকারিকরাও এই টুর্নামেন্টে অংশ নেন। কর্মরত অবস্থায় যে সকল পুলিশ কর্মী শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই টুর্নামেন্ট।
Post Comment