অমরেশ দত্ত, মানবাজার:
দীর্ঘদিন আগেই মানবাজার ইন্দকুড়িতে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ। আর এই রাস্তা সম্প্রসারণের ফলে একাধিক সমস্যার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা তুলে ধরতে শুক্রবার মানবাজার ১ নং ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মানবাজার ইন্দকুড়ির স্থানীয় বাসিন্দারা।এবিষয়ে স্থানীয় বাসিন্দা নীলোৎপল নন্দী বলেন, “রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে ড্রেনের জল এক জায়গায় স্থির হয়ে আছে।আমাদের আশঙ্কা, যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই রাস্তার উপর দিয়ে নোংরা জল বইতে পারে। যে রাস্তাটি তৈরি হয়েছে সেখান থেকে অনেক লোহার রড বেরিয়ে রয়েছে৷ এছাড়াও ড্রেনের ওপর যে স্ল্যাবগুলো দিয়ে ঢাকা দেওয়া আছে, কিন্তু সেগুলোর মধ্যে অনেক জায়গায় বেশ খানিকটা ফাঁকা রয়েছে। এজন্য একাধিক দুর্ঘটনা ঘটেছে। মূলত এই সমস্যাগুলি সামনে রেখে আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালাম।” এবিষয়ে মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পিডব্লিউডি’র সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।”











Post Comment