অমরেশ দত্ত, পুরুলিয়া:
স্বর্নিভরতার লক্ষ্যে ও বিকল্প রোজগারের পথ প্রশস্ত করতে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার উদ্যোগী মহিলাদের নিয়ে পুরুলিয়াতে চৈতালি হাটের শুভ সূচনা হলো। জানা যায়, লকডাউনের সময় উদ্যোগী মহিলাদের নিয়ে পুরুলিয়া অনলাইন মেকার্স নামে একটি গ্রুপ করা হয়েছিল। মূলত গ্রুপের মাধ্যমে অনলাইনে বিভিন্ন পোশাক, প্রসাধনী সামগ্রী বিক্রির কাজ শুরু করেন মেয়েরা। অনেকেই চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত থেকেও তার পাশাপাশি এই কাজ করে চলেছেন।পুরুলিয়ার এমএসএ ইন্ডোর স্টেডিয়ামের বিপরীতে আয়োজিত মেলার প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এই চৈতালি হাটে। জানা গেছে প্রায় ৪০ টিরও বেশি স্টল রয়েছে এই মেলাতে। মেলা চলবে চার দিন।










Post Comment