নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। জখম হয়েছেন আর একজন বাইক চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সদরের পোকোড়ি মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বান্দোয়ান – কুইলাপাল সড়ক ধরে একটি মোটর বাইকে দুজন যুবক শিরিশগোড়ার দিক থেকে বান্দোয়ানের দিকে আসছিলেন। আচমকা পোকোড়ি মোড়ের কাছে তাদের মোটর বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

ফলে মত তিনজন জখম হন। ঘটনার পর পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক দু জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদের একজনের নাম পরমেশ্বর কুম্ভকার (২২)। তার বাড়ি ঝাড়খণ্ডের কমলপুর থানার বাঙ্গুরদা গ্রামে। বছর ২৩ এর মৃত আরেক যুবকের নাম ও পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুলিশ।











Post Comment