অমরেশ দত্ত,পুঞ্চা:
সম্প্রীতির বার্তাকে সামনে রেখে মঙ্গলবার পুঞ্চা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো দাওয়াত-এ ইফতার। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পুঞ্চা চক্রের উদ্যোগে সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ দাওয়াত-এ ইফতার পালিত হয় আড়ম্বর ও গৌরবের সাথে। সামাজিক বৈষম্য থেকে মুক্ত, সমাজের সর্বস্তরের মানুষের মিলন ছিল ইফতারের লক্ষ্য। পাশাপাশি এদিনের অনুষ্ঠানের জমকালো উদযাপন সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।এদিনের অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পুঞ্চা চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আকবর আলী, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, সহ সভাপতি ধরম ব্যানার্জী, পুঞ্চা ব্লক মাইনোরিটি সেলের সভাপতি হাবিব আনসারী সহ বিশিষ্টজনেরা।
Post Comment