নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে শোভাযাত্রা করল পুলিশ। বুধবার সকালে ঝালদা থানার তরফে ঝালদা শহরে এই র্যালি হয়। যানবাহন চালকদের উদ্দেশ্যে সচেতনতার পাঠ দিতে ঝালদা থানার পুলিশ ও এন সি সি ক্যাডেটরা প্ল্যাকার্ড – ব্যানার হাতে ঝালদা পুর শহর পরিক্রমা করেন।

এদিন সকালে বাস স্ট্যান্ড থেকে বিরসা মোড় পর্যন্ত হয় র্যালিটি। এই কর্মসূচিতে যোগ দেন ঝালদা মহকুমা শাসক রাখি বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ,ঝালদা থানার আইসি পার্থসারথি ঘোষ, তুলিন ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুমনা কর প্রমুখ।
Post Comment