insta logo
Loading ...

ঈদ উপলক্ষে সমন্বয় বৈঠক

ঈদ উপলক্ষে সমন্বয় বৈঠক

অমরেশ দত্ত, মানবাজার:

আসন্ন ঈদ উল ফিতর উৎসব উপলক্ষে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং মানবাজার থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। যাতে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, এলাকায় যাতে কোন ধরনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই মসজিদ কমিটি’র কর্মকর্তাদের নিয়ে বুধবার মানবাজার থানা প্রাঙ্গণে একটি বৈঠক আয়োজিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য,মানবাজার সিআই সিদ্ধার্থ ঘোষ, মানবাজার থানার আইসি পঙ্কজ সিং, ওসি কাজী কওসর নাফিস,মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ অন্যান্যরা।

Post Comment