দেবীলাল মাহাত, আড়শা:
মেরামতির কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে আড়শা সাব সেন্টারে। বৃহস্পতিবার বন্ধ থাকবে পরিষেবা। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো আড়শা সাব সেন্টার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে।এই নিয়ে বুধবার আড়শা বাজারে জনসাধারণকে আগাম জানানোর জন্য মাইকে প্রচার করা হয় বিদ্যুৎ দপ্তর থেকে।
Post Comment