নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:
বিয়ে হয়েছিল মাত্র এক মাস আগে। আর তার মধ্যেই উদ্ধার বধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরুলিয়া জেলার সাঁওতাল থানার সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন কলোনিতে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম মিতালী বাউরি (২৮)। পুলিশ জানিয়েছে এক মাস বিয়ে হয়েছিল ওই মহিলার। রবিবার রাতে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও আর কিছুই করার ছিলো না। সোমবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
Post Comment