অমরেশ দত্ত, রঘুনাথপুর:
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল এএন চ্যারিটেবল ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে সোমবার পুরুলিয়া জেলা রঘুনাথপুর পৌর সভার জি ডি ল্যাং উচ্চ বিদ্যালয়ে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। এদিনের কর্মসূচিতে রঘুনাথপুর পৌরসভার তরনী বাউরী, বিষ্ণু চরন মাহাথা, আনন্দ বাউরী ও বৃন্দা বাউরীকে ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন এএন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্য মিঠু মুখার্জী, মনসা সরেন, মঙ্গল হেমব্রম, জেলা কমিটির সদস্য সেক মন্টু, মিতালি মুখার্জী, জয়দেব সরেন, সেক সারফুদ্দীন, পৌরসভার সদস্য উজ্জল ব্যানার্জি, ব্লক সদস্য মহম্মদ রুম আনসারী, অনন্ত পরামানিক, শ্রীধরনাথ মুখার্জী, আদেশ কৈবর্ত্য সহ বিশিষ্টজনেরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।









Post Comment