insta logo
Loading ...
×

৫০০ কার্তিকের নাচে রঙিন আড়শা

৫০০ কার্তিকের নাচে রঙিন আড়শা

দেবীলাল মাহাত, আড়শা:

একসঙ্গে ৫০০ কার্তিক। ছৌ নাচের আসরে একসঙ্গে নাচছেন। দেশজুড়ে বসন্ত উৎসবের মরশুমে এভাবেই ব্যতিক্রমী হয়ে থাকল আড়শা৷ দোলের আবহে পর্যটকদের কাছে এ যেন অনেকটা বাড়তি পাওনার মতো |বসন্ত উৎসবকে আরো রঙিন করে তুলতে আখড়া কাঁপালেন জেলার বিভিন্ন প্রান্তের ৫০০ শিল্পী। প্রত্যেকেই কার্তিকের ভূমিকায়। শনিবার আড়শা স্টেডিয়ামে বসন্ত উৎসবের এমন রঙিন দৃশ্যের সাক্ষী হতে ভিড় জমালেন কাতারে কাতারে মানুষজন। বাদ গেলেন না পর্যটকেরাও। এ যেন তাঁদের বাড়তি পাওনা।

প্রকৃতির অকৃত্রিম দানে আগুনরাঙা লাল পলাশে নবরূপে সেজে উঠেছে পুরুলিয়া। আর এই আবহেই আড়শার ‘বসন্ত উৎসব’। আড়শা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয় আড়শা স্টেডিয়ামে। শনিবার পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌনৃত্যের ৫০০ জন কার্তিক শিল্পীকে নিয়ে এক বণার্ঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবের সূচনা হয়। কার্তিকের ভূমিকায় ছৌ নৃত্যের মাধ্যমে এক তালে পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির নির্দশন তুলে ধরেন শিল্পীরা। আড়শা বসন্তোৎসব উদযাপন কমিটির পক্ষে উজ্জ্বল কুমার জানান, “এই বছর তৃতীয় বর্ষের আড়শা বসন্তোৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষ্যে সারা রাত্রি ব্যাপি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। “

সব মেলে দোল যাত্রায় বসন্তের রঙে রঙিন হয়ে উঠল জঙ্গলমহলের আড়শা ব্লক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বিশিষ্ট কবি সুনীল মাহাত , জেলা পরিষদের সদস্যা কাকলি মাহাত, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি সহ অন্যান্যরা। এদিন জেলার স্বনামধন্য ছৌ শিল্পী শিল্পী ভুবন কুমারকে সম্মান জানানো হয় কমিটির পক্ষ থেকে।

Post Comment