নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চলছেই পুরুলিয়ায়। এবার টাস্ক ফোর্সের হানায় আটক হল বালি বোঝাই ৬ টি ট্রাক্টর। যার মধ্যে ৩ টি বেলকুড়ি ও বাকি তিনটি পুরুলিয়া ২ ব্লক কার্যালয়ের কাছ থেকে আটক হয়। বেশ কিছুদিন ধরেই পুরুলিয়া জেলা পুলিশ ও সাধারণ প্রশাসনের কাছে খবর আসছিল পুরুলিয়া মফস্বল ও টামনা এলাকায় অবস্থিত কংসাবতী নদী থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুরুলিয়া সদর মহকুমার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, মহকুমাশাসক,ওসি মাইনস,
খনি ও খনিজ সম্পদ নিগমের আধিকারিকরা যৌথ ভাবে হানা দেন। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, আটক করা ৬ টি ট্রাক্টরের মালিককে জরিমানা করা হবে। পুরুলিয়ার অতিরিক্ত
জেলাশাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রাজেশ রাঠোর বলেন, ” বেআইনি বালির বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলে। টাস্ক ফোর্স হানা দিয়ে বিধি মেনে পদক্ষেপ নিয়েছে। “
Post Comment