নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
বিনিয়োগ আড়াইশো কোটি টাকা।
পাঞ্চেত ড্যামে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প গড়বে ডিভিসি। প্রকল্প থেকে উৎপাদন হবে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ।

আর শুরুতেই স্থানীয় মৎস্যজীবীদের বিক্ষোভের জেরে বিশ বাঁও জলে চলে গেছে প্রকল্পটি। মৎস্যজীবীদের কথায়, প্রকল্প হলে পাঞ্চেত ড্যামে মাছ ধরে সংসার প্রতিপালন করা দেড় হাজার মানুষ সমস্যায় পড়বেন। প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার বাস্তুহারা মৎস্যজীবী গণ সংগ্রাম কমিটি সহ আরও কয়েকটি সংগঠন প্রকল্প বাতিল করার দাবি নিয়ে পাঞ্চেত জল প্রকল্পের কার্যালয়ে বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাতেও কোন সমাধান সূত্র বার হয়নি। প্রকল্প অধিকর্তা আর আর শর্মা বলেন, “এখানে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়া হলে মৎস্যজীবীদের কোনরকম সমস্যা হবে না। ওখানে কেজ ফিশিং পদ্ধতি শুরু করা হবে। পার্শ্ববর্তী মাইথন জলাধারে সেই পদ্ধতি ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে।” কর্তৃপক্ষের ধারণা, পুরনো পদ্ধতিতে নৌকা নিয়ে ড্যামের জলে যেভাবে মাছ ধরা হয় তা ভীষণ ঝুঁকিপূর্ণ। বরং কেজ পদ্ধতি অনেক সহজ। অন্যদিকে মৎস্যজীবীদের সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন কেজ ফিশিং পদ্ধতি তাঁরা মানবেন না। আন্দোলনের জেরে শুরুতেই থমকে আড়াইশো কোটির সৌর বিদ্যুৎ প্রকল্প।

সংগঠনগুলির কথায়, “পাঞ্চেত ড্যাম গড়ার সময় এলাকাবাসী ডিভিসিকে জমি দিয়ে ভিটেমাটি হারিয়েছে। পুরনো ভুল আর করবেন না বলে জানিয়ে দিয়েছেন মৎস্যজীবীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রকল্প বাতিল না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন।
Post Comment