অমরেশ দত্ত, পুঞ্চা:
বর্তমানে ঢেঁকি ছাটা চাল পাওয়া যায় না। তাই পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েতের বদড়া মাটির সৃষ্টি এলাকায় খাদির উদ্যোগে মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে ঢেঁকি ছাঁটাই চালের উৎপাদন করানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার ছিলো প্রশিক্ষণের প্রথম দিন। প্রশিক্ষণ চলবে ৭ দিন। মোট ২টি ব্যাচে প্রশিক্ষণ পাবেন ৩০ জন করে ৬০ জন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লকের বিডিও দীপ চ্যাটার্জী, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, সহ-সভাপতি ধরম ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাস, লাখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন মিশ্র সহ এলাকার মহিলারা।









Post Comment