অমরেশ দত্ত, মানবাজার :
যুগটা টেকনোলজির। দ্রুত হচ্ছে প্রযুক্তির উন্নতি। আর এই আবহে ছাত্র- ছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন হলো মানবাজার ১ নম্বর ব্লকের অন্তর্গত বিশরি প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন মানবাজারের মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম। ছাত্র- ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে ও পড়াশোনার মান উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে স্মার্ট ক্লাসরুম, বলে আশা কর্তৃপক্ষের। পড়ুয়াদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি ছাত্র-ছাত্রীরা পাঠ্য বিষয়গুলো অডিও ও ভিডিও’র মাধ্যমে খেলার ছলে অনুশীলন করলে তাদের আগ্রহ বাড়বে বলেও মনে করছেন তাঁরা।

মানবাজারের মহকুমাশাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম বলেন, সময় পাল্টেছে। শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না। পড়ুয়াদের অনুশীলনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। তবেই উন্নততর শিক্ষা অর্জন করতে পারবে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী হালদার বলেন, স্মার্ট ক্লাসের ফলে আগামী দিনে পড়াশোনার মান আরো উন্নত হবে বলে আশা রাখা যাচ্ছে।
খুদে পড়ুয়াদের মডেল প্রদর্শনী, মুখাভিনয়, নাচ , গান সহ নানান মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাজিয়ে ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ।











Post Comment