insta logo
Loading ...
×

দালাল চক্র ভূমি দফতরে! এ কী অভিযোগ!

দালাল চক্র ভূমি দফতরে! এ কী অভিযোগ!

সুজয় দত্ত, জয়পুর :

দালাল চক্র ঘিরে রেখেছে ভূমি দফতর। মঙ্গলবার ৭ দফা দাবি নিয়ে জয়পুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরে ডেপুটেশন দিতে এসে এমনই অভিযোগ তুলল রাজ্যের বিরোধী দল বিজেপি। সত্বর এই চক্র বন্ধ করতে হবে। এমন দাবি তুলেছে তারা। বিজেপি নেতা তথা জেলা সহ সভাপতি রবিন সিংদেও বলেন, বালির অভাবে সরকারি আবাস যোজনার কাজ প্রায় বন্ধ৷ গরিব মানুষ চরম সমস্যায় পড়েছেন। এলাকা অনুযায়ী বালির দাম ধার্য করে দিক সরকার। অবৈধ বালি পাচার সম্পূর্ণ রূপে বন্ধ করা হোক।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি রবিন সিংদেও, জয়পুর ২ নং মণ্ডল সভাপতি নগেন চন্দ্র গোপ সহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

Post Comment