বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
যাত্রীবাহী বেসরকারি বাসের সাথে বাইকের ধাক্কা! ঘটনায় গুরুতর জখম দুই। ঘটনাটি ঘটেছে সোমবার বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের বনবাঁধা গ্রামের অদূরে। জানা গিয়েছে বরাবাজার দিক থেকে বলরামপুর আসার পথে বনবাঁধা এলাকায় একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পুতুল নামক একটি বেসরকারি বাসের। ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালক। একই সাথে আহত হয়েছেন বাইকে সওয়ার এক আরোহী।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। জখমেরা হলেন ভোলানাথ মাহাতো(৪২) ও জিতেন্দ্রনাথ মাঝি(৩১)। উভয়ের বাড়ি বলরামপুর থানার হাঁসপুর সামুরডি এলাকায়। ভোলানাথ মাহাতোর চোট গুরুতর থাকার কারণে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে বলরামপুর থানার পুলিশ।









Post Comment