insta logo
Loading ...
×

ব্যাগ খুলতেই বোতল বোতল কাশির সিরাপ, ধৃত ঝাড়খণ্ডের পাচারকারী

ব্যাগ খুলতেই বোতল বোতল কাশির সিরাপ, ধৃত ঝাড়খণ্ডের পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

কাশির সিরাপ খেয়ে নেশা করে একদল। তাই নিষিদ্ধ করা হয়েছে ওই কাশির সিরাপকে। এবার সেই নিষিদ্ধ সিরাপ পাচারের অভিযোগে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার ঝালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সেখ জাসমিন। ওই ব্যক্তির বাড়ি সরাইকেল্লা – খরসঁওয়া জেলার চান্ডিল থানার তাজ নগর এলাকায়।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা ফরেস্ট অফিস মোড়ের কাছ থেকে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। তার পরেই ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় ২৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে , ঝালদা এলাকায় মাদক হিসেবে যুবকদের কাছে বিক্রির জন্য ঝাড়খণ্ড থেকে ওই কাশির সিরাপ এনেছিল ওই ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে ড্রাগ এবং কসমেটিক আইনে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।
সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post Comment